ইভ্যালির গাড়ি নিলামে অংশগ্রহণ করছে ১৩০ জন

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৯:১৫ পিএম

ইভ্যালির গাড়ি নিলামে অংশগ্রহণ করছে ১৩০ জন

সিন্দুক ভেঙে প্রত্যাশিত অর্থ না পাওয়ায় নিলামে তোলা হয়েছে ইভ্যালির সাতটি গাড়ি। এই নিলামে অংশগ্রহণ করবে ১৩০ জন। বৃহস্পতিবার সকাল ১১ টায় নিলাম শুরু হবে। নিলামে অংশগ্রহণকারীদের যথাযথ কাগজপত্র ও করোনা টিকা গ্রহণের সনদসহ অংশগ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।

ইভ্যালি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর বাড়িতে এসব গাড়ি রাখা রয়েছে। সাউথ পয়েন্ট স্কুলের সঙ্গে নির্মাণাধীন বাড়িটিতেই আগামী ১০ ফেব্রুয়ারি চূড়ান্ত নিলাম  হওয়ার কথা ছিল।  কিন্তু নিলাম সুবিধা বিবেচনায় ধানমন্ডিতে ইভ্যালির অফিসে তা অনুষ্ঠিত হবে।

ইভ্যালি ডটকম লিমিটেডের নামে রেজিস্ট্রেশন করা সাতটি চালু গাড়ি রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন ও ফিটনেস (যে অবস্থায় আছে) ভিত্তিতে খোলা নিলামের মাধ্যমে বিক্রয় করার পরিকল্পনা করা হয়। এজন্য আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অফিস চলাকালীন উইন্সকোর্ট ইভ্যালি অফিস থেকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৫ হাজার টাকা (তার মধ্যে ফেরতযোগ্য ৪,৫০০) পরিশোধ ক‌রে নিলাম কার্ড সংগ্রহ কর‌তে হ‌য়েছে।

Link copied!