ঈদুল আজহার আগে-পরে ১২ দিনে (৫ জুলাই-১৬ জুলাই) দেশে ২৭৪টি সড়ক দুর্ঘটনায় ৩১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১ হাজার ১৯৭ জন। এর মধ্যে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২৩ জন, যা মোট নিহতের ৩৯ দশমিক ৫৪ শতাংশ।
বৃহস্পতিবার ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে রোড সেফটি ফাউন্ডেশন এ তথ্য জানায়।
৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি।
রোড সেফটি ফাউন্ডেশন জানায়, এসব দুর্ঘটনায় নিহতের মধ্যে ৪৩ নারী ও ৫৮ জন শিশু রয়েছেন। দুর্ঘটনায় ৪৬ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ১৪ দশমিক ৭৯ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, অর্থাৎ ১৭ দশমিক শূন্য ৪ শতাংশ।
এই ১২ দিনে ৯টি নৌ-দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন এবং ৬ জন নিখোঁজ রয়েছেন। ১৪টি রেলপথ দুর্ঘটনায় ১১ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন।