করোনায় মারা গেলেন অধ্যাপক শামসুজ্জামান খান

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২১, ০৩:২৯ পিএম

করোনায় মারা গেলেন অধ্যাপক শামসুজ্জামান খান

করোনাভাইরাসে মৃত্যুমিছিল থামছেই না। এবার করোনা কেড়ে নিল বাংলা একাডেমির সভাপতি, খ্যাতিমান সাহিত্যিক ও লোক গবেষক অধ্যাপক শামসুজ্জামান খানকে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)।

বুধবার(১৪ এপ্রিল)  দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী বুধবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর কয়েকদিন আগে প্রখ্যাত এই  গবেষককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। গত সোমবার (১২ এপ্রিল) সকালে শারীরিক অবস্থার অবনতি হলে শামসুজ্জামান খানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

শামসুজ্জামান খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এছাড়া তার মৃত্যুতে সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদও শোক জানিয়েছেন।

১৯৪০ সালের ২৯ ডিসেম্বর মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন শামসুজ্জামান খান। বাংলাদেশের এই খ্যাতিমান গবেষকের উল্লেখযোগ্য কাজ হচ্ছে— ‘বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমেলা’ শিরোনামে ৬৪ খণ্ডে ৬৪ জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালার সম্পাদনা। এছাড়া তিনি সম্পাদনা করেছেন ১১৪ খণ্ডে রচিত ‘বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা’।

Link copied!