কর্ণফুলী গার্ডেন সিটি: স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২১, ০২:৩৫ পিএম

কর্ণফুলী গার্ডেন সিটি: স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটি শপিং মলে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় ২২১ ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন-শাহীদ মাতব্বর ওরফে শাহিন (৪৮), শৈশব রায় ওরফে সুমন (৩৫) ও উত্তম কুমার (৪৫)।

পুলিশ জানায়, রবিবার (২৬ ডিসেম্বর) ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকা হতে শাহীদ মাতব্বর ওরফে শাহিনকে গ্রেফতার করা হয়। পরে  তার দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৭ ডিসেম্বর) বরিশাল জেলা ও রাজধানীর শাখারী বাজার হতে অন্য ২ জনকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়েজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান।

তিনি বলেন, “গত ১৮ ডিসেম্বর ভোর রাতে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের মোহনা জুয়েলার্স ও বেস্ট এন্ড বেস্ট ক্রিয়েশন খুঁয়েল এ্যাভিনিউ জুয়েলার্স নামক দুটি স্বর্ণের দোকান থেকে বিপুল পরিমান স্বর্ণালংকার চুরি হয়। এই ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা রুজু হয়। পরবর্তীতে গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম উক্ত মামলার ছায়াতদন্ত শুরু করে।”

ডিএমপির এই কর্মকর্তা আরও বলেন, “এই দুইটি জুয়েলার্স থেকে ৭০০ ভরি স্বর্ণালংকার চুরি করে তারা। কিন্তু উদ্ধার করা হয় ২২১ ভরি স্বর্ণালংকার। কিছু স্বর্ণালংকার রাস্তায় পরে গেছে বলে জানিয়েছে আসামীরা।”

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, “গ্রেপ্তারকৃতরা গত ১৮ ডিসেম্বর  ভোর রাতে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের পিছনের নির্মাণাধীন বিল্ডিং দিয়ে কর্ণফুলী গার্ডেন সিটি মার্কেটের ৪র্থ তলায় প্রবেশ করে। পরবর্তীতে ৪র্থ তলার বাথরুমের এগজোস্ট ফ্যান খুলে মার্কেটে প্রবেশ করে। মোহনা জুয়েলার্স এবং কেট এন্ড ফেস্ট ক্রিয়েশন জুয়েল এ্যাভিনিউ জুয়েলার্স নামক দুটি দোকানের তালা ভেংগে বিপুল পরিমান স্বর্ণালংকার চুরি করে পালিয়ে যায়।

Link copied!