কর্মে নিয়োজিত নারী ২ কোটি ৪৫ লাখ ও পুরুষ ৪ কোটি ৬৫ লাখ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৩, ১০:১২ পিএম

কর্মে নিয়োজিত নারী ২ কোটি ৪৫ লাখ ও পুরুষ ৪ কোটি ৬৫ লাখ

দেশে বেকার জনগোষ্ঠীর সংখ্যা গত ডিসেম্বরের তুলনায় মার্চ মাসে ২ লাখ ৭০ হাজার বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর জানুয়ারি-মার্চ মেয়াদের শ্রমশক্তি জরিপ অনুযায়ী ডিসেম্বর ২০২২ শেষে বেকারের সংখ্যা ছিল ২৩ লাখ ২০ হাজার। মার্চ ২০২৩ শেষে এ সংখ্যা বেড়ে হয়েছে ২৫ লাখ ৯০ হাজার।

মঙ্গলবার (২ মে) বিবিএস পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে। 

বিবিএস এর তথ্য অনুয়ায়ী দেশে মোট শ্রমশক্তি ৭ কোটি ৩৬ লাখ ৯০ হাজার। পুরুষ ৪ কোটি ৮২ লাখ ৫০ হাজার ও নারী ২ কোটি ৫৪ লাখ ৪০ হাজার।

মোট শ্রমশক্তির ৭ কোটি ১১ লাখ কর্মে নিয়োজিত। কর্মজীবী জনশক্তির ২ কোটি ৪৫ লাখ ৬০ হাজার নারী আর ৪ কোটি ৬৫ লাখ ৪০ হাজার পুরুষ। কৃষিতে সর্বোচ্চ ৩ কোটি ১৯ লাখ ৪০ হাজার, সেবাখাতে ২ কোটি ৬৯ লাখ ১০ হাজার ও শিল্পখাতে ১ কোটি ২২ লাখ ৫০ হাজার।

আর বেকার ২৫ লাখ ৯০ হাজারের মধ্যে ১৭ লাখ ১০ হাজার পুরুষ এবং ৮ লাখ ৮০ হাজার নারী।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্হাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন ও বিবিএস মহাপরিচালক মো. মতিয়ার রহমান।

উল্লেখ্য, একটি দেশের কর্মক্ষম জনসংখ্যার যে অংশ অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত বা মজুরির বিনিময়ে নিয়োগ পেতে ইচ্ছুক ঐ অংশটিকে দেশটির শ্রমশক্তি বলে।

আর বাংলাদেশে সরকারি হিসেবে সপ্তাহে এক ঘন্টাও মজুরীভিত্তিক কাজ না পেলে ওই পরিস্থিতিকে একজন ব্যক্তির বেকারত্ব বলা হয়।

গত ৯ এপ্রিল বিবিএস জানায় দেশে মোট জনসংখ্যার পরিমাণ ১৬ কোটি ৯৮ লাখ। 

এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ জন এবং মহিলা ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন।

হিসেব অনুযায়ী দেশে পুরুষের চেয়ে মহিলার সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৯১৭ জন বেশি।

Link copied!