ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষ

কাজে যোগ দেওয়া হল না তাদের, নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ১৫

নিজস্ব প্রতিবেদক

জুন ৭, ২০২৩, ০৯:০৯ এএম

কাজে যোগ দেওয়া হল না তাদের, নিহত শ্রমিকের সংখ্যা বেড়ে ১৫

সংগৃহীত ছবি

সিলেটের নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এর আগে নিহতের সংখ্যা ছিল ১৩। ঘটনাস্থলেই ১১ জন, হাসপাতালে নেওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় আরও তিন জনের মৃত্যু হয়। 

বুধবার (৭ জুন) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমা থানাধীন নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনায় নিহতদের সবাই নির্মাণ শ্রমিক বলে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।  

সিলেট জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম ভূঞা বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “আমরা দুর্ঘটনাস্থলে পৌঁছে ১১ জনকে মৃত অবস্থায় পেয়েছি। আহতাবস্থায় আটজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয়রা ৭-৮ জনকে একই হাসপাতালে পাঠিয়েছেন।”

তিনি আরও বলেন, “হাসপাতালে নেয়ার পথে আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়।” তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই সহকারী পরিচালক।  

এদিকে, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. সামশুদ্দোহা দ্য রিপোর্ট ডট লাইভকে জানান, পিকআপ ভ্যানটি ২০ থেকে ২২ জনকে নিয়ে তাজপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।” দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক পালিয়ে  গেলেও ট্রাকের চালক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Link copied!