কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ার ঈদগাহ মাঠে এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় জামাত অনুষ্ঠিত হয়। জামাতে কয়েক লাখ মুসল্লী অংশ নেন। মুসল্লিরা যাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারেন সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
এটি শোলকিয়ায় ঈদ উল আজহার ১৯৫তম ঈদের নামাজ। সকাল ৯টায় এ জামাতে ইমামতি করেন হিফজুল রহমান। ঈদের এই জামাতে যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ।
ওদিকে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দান মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ওই জামাতে ৫ থেকে ৬ লাখ লোক অংশ নেন।