এপ্রিল ১৫, ২০২৩, ০২:১০ পিএম
আসছে গাজীপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
শনিবার (১৫ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগ স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় ওই পাঁচ সিটিতে নৌকা প্রতীকের জন্য প্রার্থী চূড়ান্ত করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সভায় সভাপতিত্ব করেন। সভাশেষে অওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের ব্রিফ করেন।
ওবায়দুল কাদের বলেন, “গাজীপুর সিটিতে অ্যাডভোকেট আজমত উল্লা খান, খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজশাহীতে এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও বরিশালে মেয়র পদে আবুল খায়ের আব্দুল্লাহকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।”
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, পাঁচটি সিটি কর্পোরেশনের মোট ৪১ জন আওয়ামী লীগের নেতা মনোনয়ন প্রার্থনা করেছেন। এর মধ্যে গাজীপুরে ১৭ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় চারজন, বরিশালে সাতজন এবং সিলেটে ১০ জন আওয়ামী লীগের মনোনয়ন আবেদন করেছেন।
গাজীপুর সিটিতে মেয়র পদে মনেয়ন পেয়েছেন অ্যাডভোকেট আজমত উল্লাহ খান। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে দল থেকে বহিষ্কৃত ও মেয়র পদ হারানো জাহাঙ্গীর আলমের পরিবর্তে মনোনয়ন পেলেন, গাজীপুর মহানগর শাখা আওয়ামী লীগের এই সভাপতি।
অপরদিকে, তালুকদার আব্দুল খালেক বর্তমানে খুলনার মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। আসছে মেয়র নির্বাচনে আওয়ামী লীগ আবারও তার ওপর আস্থা রাখলো। একই অবস্থা রাজশাহী সিটির ক্ষেত্রেও। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন আবারও নৌকার প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
তবে এবার বরিশালে মেয়র পদে প্রার্থীতায় পরিবর্তন এনেছে আওয়ামী লীগের হাই কমান্ড। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত।
আবুল খায়ের আবদুল্লাহ হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন আমেনা বেগমের ছোট ছেলে এবং আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আবুল হাসানাত আবদুল্লাহর ছোট ভাই ও বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর ছোট চাচা।
সিলেটে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি যুক্তরাজ্য শাথা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক।
আওয়ামী লীগ দলীয় সূত্রে জানা যায়, পাঁচটি সিটি কর্পোরেশনের মোট ৪১ জন আওয়ামী লীগের নেতা মনোনয়ন প্রার্থণা করেন। এর মধ্যে গাজীপুরে ১৭ জন, রাজশাহীতে তিনজন, খুলনায় চারজন, বরিশালে সাতজন এবং সিলেটে ১০ জন আওয়ামী লীগের মনোনয়ন আবেদন করেছেন।
প্রসঙ্গত, দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন আগামী জাতীয় নির্বাচনের আগেই সম্পন্ন করবে নির্বাচন কমিশন (ইসি)। সেই লক্ষ্যে শুরু হয়েছে প্রয়োজনীয় প্রস্তুতি। আসছে জুনে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের পর পর্যায়ক্রমে রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল সিটির নির্বাচন আয়োজন করা হতে পারে বলে কমিশন সূত্রে জানা যায়।