চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ‘মুজিব কর্নার’ উদ্বোধন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৮, ২০২১, ০২:৩৫ এএম

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ‘মুজিব কর্নার’ উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ‘মুজিব কর্নার’ উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধুর বর্ণিল জীবনের বিভিন্ন দিক তুলে ধরে এ কর্নারটিকে পরিকল্পিতভাবে সাজানো হয়।

বুধবার (১৭ মার্চ) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্নার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

সেসময় বাংলাদেশ বিমানের নতুন ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল, শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন খান-সহ সিভিল অ্যাভিয়েশন ও এয়ারলাইন্স সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবন্দর ব্যবস্থাপক মো. ফরহাদ হোসেন খান  বলেন, ‘বঙ্গবন্ধুর বর্ণিল রাজনৈতিক জীবনকে পরবর্তী প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে আমাদের এ প্রয়াস। আমরা বিশ্বাস করি, বঙ্গবন্ধু ও বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রাম নিয়ে সঠিক ইতিহাস তুলে ধরা গেলে তরুণ প্রজন্ম আর কখনো বিকৃতির বেড়াজালে আটকা পড়বে না। আমাদের প্রত্যেক নাগরিকেরই উচিত, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানা।’

তিনি জানান, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক দলিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য দিকগুলো এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পাশাপাশি ব্যক্তিগত জীবন ও স্বাধীনতা পরবর্তী স্মরণীয় মুহূর্তগুলো ঐতিহাসিক ছবি ব্যবহারের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।

সেখানে রাখা হয়েছে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব বই, যাতে দেশি-বিদেশি যাত্রীরা অল্প সময়ে বঙ্গবন্ধুকে জানতে পারেন। পাশাপাশি প্রবাসীরাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হন।

আরামদায়ক সোফায় সজ্জিত শীতাতপ ও শব্দ নিয়ন্ত্রক এ কক্ষে যে কোনো যাত্রী মুজিব কর্নারে এসে জাতির পিতা সম্পর্কে নিজের জানার পরিধিকে সমৃদ্ধ করতে পারবেন।

Link copied!