মার্চ ৩০, ২০২২, ০৪:২৮ পিএম
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় রাজন মিয়া (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগসূত্রে জানা গেছে, স্থানীয় এক ছাত্রলীগ নেতা ফেসবুক লাইভে ছিলেন। ওই সময় কলেজছাত্র রাজনকে হাতুড়ি দিয়ে পেটানো ও কুড়াল দিয়ে কুপিয়েছে ওই ছাত্রলীগ নেতার ছোট ভাই ছাত্রদল নেতাসহ কয়েকজন। এঘটনায় বাহুবল থানায় ৯জনকে আসামি করে মামলা করেছেন আহত রাজনের মা।
মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে। পশ্চিম জয়পুর গ্রামের বাসিন্দা আহত কলেজছাত্র রাজন হবিগঞ্জ পলিটেকনিক কলেজের শেষ বর্ষের ছাত্র। আজ বুধবার তার চতুর্থ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা থাকলেও তিনি অংশ নিতে পারেননি।
এ ঘটনায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেন কলেজের শিক্ষার্থীরা।
আহত রাজন হাসপাতাল থেকে গণমাধ্যমকে বলেন, “বাহুবল উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল ইতালি থেকে লাইভে ছিলেন; আর তার ভাই ছাত্রদলের জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হেলালসহ ৮-১০ লোক তাকে রড হাতুড়ি দিয়ে পেটাতে থাকে। পরে তারা কুড়াল দিয়া কোপায়। এর আগে সাগর নামে এক যুবক রাজনকে ফোনে ডেকে নিয়ে আসেন।
রাজন আরও জানান, তার আর্তচিৎকারে কলেজের পাহারাদার কুদ্দুছ মিয়াসহ কয়েকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
তবে অভিযুক্ত ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া এ ঘটনা অস্বীকার করেছেন। বুধবার ইতালি থেকে একটি গণমাধ্যমকে বলেন, “বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, আমি বা আমার ভাইয়েরা এ রকম কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়। পারিবারিকভাবে আমিসহ আমার পরিবারকে হেও প্রতিপন্ন করতে একটি পক্ষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।”