জাদুঘরে গান গাওয়ার অনুমতি পাননি কবীর সুমন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১৪, ২০২২, ০৯:৫০ এএম

জাদুঘরে গান গাওয়ার অনুমতি পাননি কবীর সুমন

কবীর সুমনের গানের অনুষ্ঠান আয়োজন করেছে পিপহোল নামের একটি প্রতিষ্ঠান। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, কবীর সুমন এরইমধ্যে কলকাতা থেকে বাংলাদেশে এসেছেন। জাতীয় জাদুঘর মিলনায়তনে ১৫, ১৮ ও ২১ অক্টোবর তিনটি অনুষ্ঠানে গাইবেন তিনি। যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন তাঁদের। কিন্তু শেষ মুহূর্তে তাঁর গানের অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

পুলিশ বলছে, জাদুঘর গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় ওই এলাকায় অনুষ্ঠান করার অনুমতি তারা দেয়নি।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘জাদুঘরের মতো কি–পয়েন্ট ইনস্টলেশনে (অতি গুরুত্বপূর্ণ স্থাপনা) আমরা এই ধরনের প্রোগ্রামের অনুমতি দিতে পারি না। তবে আয়োজকেরা যদি অন্য কোথাও অনুষ্ঠান আয়োজনের অনুমতি চান, তবে আমরা তা বিবেচনা করব।’

এ বিষয়ে এখনো আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নির্ধারিত সূচি অনুযায়ী, জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ১৫ অক্টোবর কবীর সুমন গাওয়ার কথা ছিলো আধুনিক বাংলা গান, ১৮ অক্টোবর আধুনিক বাংলা খেয়াল এবং ২১ অক্টোবর অনুষ্ঠানটি শেষ হবে আধুনিক বাংলা গান দিয়ে।

তিন দিনের এই অনুষ্ঠানের টিকেট বিক্রি হয়ে গেছে আগেই।

Link copied!