টিপু-প্রীতি হত্যায় ৭ দিনের রিমান্ডে আসামি মাসুম

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২৮, ২০২২, ০৮:৫৮ পিএম

টিপু-প্রীতি হত্যায় ৭ দিনের রিমান্ডে আসামি মাসুম

রাজধানীর শাহজাহানপুরে মতিঝিল থানা শাখা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু ও কলেজ শিক্ষার্থী সামিয়া আফনান প্রীতি হত্যা মামলার আসামি মাসুম ওরফে আকাশের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।  এর আগে, সকালে মাসুমকে আদালতে হাজির করে মামলার অধিকতর তদন্তের জন্য ১৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে হত্যাকাণ্ডের পর থেকে রবিবারপর্যন্ত স্থানীয় একজন ওয়ার্ড কাউন্সিলরসহ মতিঝিল ও এজিবি কলোনি এলাকার অন্তত ১০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি পুলিশ ও র‌্যাব কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে খুনের মোটিভ সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছেন বলে ডিবি পুলিশ জানিয়েছে।

হত্যা মামলার তদন্তে অগ্রগতি সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার গণমাধ্যমে বলেন, টিপুকে হত্যার জন্য পাঁচ দিন আগে মাসুমকে ভাড়া করা হয়।

এর আগে, গতকাল রবিবার দুপুরে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা (ডিবি) বিভাগের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার জানান, টিপুকে হত্যার জন্য গ্রেপ্তার হওয়া শ্যুটার আকাশ  তার নামে একাধিক মামলা থেকে অব্যাহতি ও বিশেষ সুবিধা পাওয়ার চুক্তি করেছিলেন।

এ কে এম হাফিজ আক্তার বলেন, “ঘটনার তিন দিন আগে টিপুকে হত্যার নির্দেশ পান মাসুম। তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে স্বীকার করেছেন। তবে এ ঘটনার নেপথ্যে থাকা ব্যক্তি ও কারণ সম্পর্কে জানতে আরও সময় লাগবে।”

প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুর মানামা ভবনের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা টিপুর ওপর হামলা করে। হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলি চালালে গুলিবিদ্ধ হয়ে টিপু ও রিকশায় থাকা (যাত্রী) সামিয়া আফনান প্রীতি (২২) নামে এক কলেজছাত্রী মারা যায়। গুলিতে আহত হন টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্না (৩২)।পরে গত শুক্রবার (২৫ মার্চ) সকালে নিহতের স্ত্রী কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে মামলা করেন।

জাহিদুল ইসলাম টিপু মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সদস্যও ছিলেন তিনি।

Link copied!