কক্সবাজারের টেকনাফে একটি বাসার শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৫০ হাজার পিস ইয়াবা বড়ির একটি বড় চালান উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার (০৯ জুলাই) দিবাগত রাত ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া গ্ৰামে মোহাম্মদ হাসান ওরফে মনু নামে এক ব্যক্তির বাড়ি থেকে ইয়াবার ওই চালানটি টেকনাফ থানা পুলিশ উদ্ধার করে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাড়ির মালিক মো. হাসান পালিয় গেলেও তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলে টেকনাফ থানা পুলিশ জানিয়েছে। পলাতক হাসান ওই এলাকার মৃত নাজির আহমেদের ছেলে।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, শুক্রবার (০৯ জুলাই) রাতেই থানা পুলিশ জানতে পারে, ইয়াবার একটি বড় চালান বাড়িতে এনে মজুদ করা হয়েছে। তারই সূত্র ধরে, থানা পুলিশের একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়ার বাসিন্দা মোহাম্মদ হাসানের বাড়িতে অভিযানে যান।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে মোহাম্মদ হাসান পালিয়ে গেলেও তার শয়নকক্ষের খাটের নিচ থেকে ৫০ হাজার পিস ইয়াবা বড়ির একটি চালান উদ্ধার করা হয়।’