এপ্রিল ১০, ২০২৩, ০৩:১৭ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব) নিয়ে সম্প্রতি সম্প্রচারিত হওয়া জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে র্যাবের বিরুদ্ধে অভিযোগ নিয়ে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডয়চে ভেলের ওই তথ্যচিত্রে নাফিজ র্যাবের বিরুদ্ধে অভিযোগ করেন, তাকে ধরে নিয়ে র্যাব-১ এর দপ্তরে নিয়ে ‘নির্যাতান’ করা হয়েছিল।
রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ভাটারা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আব্দুল আহাদ।
তিনি বলেন, “কয়েক বছর আগের একটি মামলায় রবিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”
গ্রেপ্তারের পর নাফিজ মোহাম্মদ আলমের বাসা থেকে বেশ কয়েক বোতল মদ উদ্ধারের কথা বলছে পুলিশ। এবিষয়ে রবিবার ভাটারা থানার পুলিশের এসআই রিয়াদ আহমেদ নাফিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।
মামলায় নাফিজের বাসা থেকে ‘২৬টি বিদেশি মদের বোতল ও ৩২টি কোলার ক্যান’ উদ্ধার দেখানো হয়েছে। এসবের আনুমানিক মূল্য ১৬ হাজার টাকা। এছাড়া নাফিজের লেনোভো ল্যাপটপ, আইফোন ১৩ প্রো মোবাইল এবং হিরো হাংক মোটরসাইকেলটিও জব্দ দেখিয়েছে ভাটারা থানা পুলিশ।
এদিকে, নাফিজের গ্রেপ্তারের পরই প্রতিবেদন প্রকাশ করে ডয়চে ভেলে। প্রতিবেদনে বলা হয়, তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে তার বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে গতকাল ভাটারা থানার পুলিশ নিয়ে যায়। ডয়চে ভেলেকে এ কথা নিশ্চিত করেন নাফিজ মোহাম্মদ আলমের এক বন্ধু। তবে তার নাম জানানো হয়নি প্রতিবেদনে।
প্রসঙ্গত, এর আগে ২০২১ সালের ৫ নভেম্বর র্যাবের অভিযানে এক বন্ধুসহ গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। ওইসময় র্যাব তার কাছ থেকে মাদক উদ্ধারের কথা জানিয়েছিল। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন এবং টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয় নাফিজের বিরুদ্ধে।