ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ১১:০৮ এএম
‘গণতন্ত্র পুনরুদ্ধার’, খালেদা জিয়ার মুক্তি, কারাগারে থাকা দলীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, বিদ্যুৎ এবং নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা ছাড়া দেশের সব বিভাগে ‘পদযাত্রা’ কর্মসূচি পালন করবে বিএনপি।
বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহানগরগুলোতে যে পদযাত্রা কর্মসূচি হবে সেগুলোতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা নেতৃত্ব দেবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, পদযাত্রা কর্মসূচিতে ময়মনসিংহ মহানগরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান, রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ, খুলনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা, কুমিল্লায় বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, গাজীপুরে দলের ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, ফরিদপুরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং রংপুরে দলের যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল নেতৃত্ব দেবেন।
এর আগে, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মহানগরে পৃথক পদযাত্রা কর্মসূচি পালন করে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে পৃথকভাবে এ কর্মসূচি পালিত হয়।বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১২ দলীয় জোট ও চারদলীয় জোট গণতান্ত্রিক বাম ঐক্যও আজ একইভাবে কর্মসূচি পালন করবে বলে জানা গেছে।