নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের বিরুদ্ধে দায়িত্বরত সাংবাদিকদের পেটানোর অভিযোগ উঠেছে। এসময় আহত হয়েছেন অন্তত ৬ জন সাংবাদিক। সবার নাম এখনও জানা যায়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গেছে, মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। দীপ্ত টিভির রিপোর্টার আসিফ জামান সুমিতকে বেদম প্রহার করে হকাররা। মানবজমিনের শুভ্র দেব ও এসএ টিভির সিনিয়র ক্যামেরাপার্সন কবির হোসেন। হামলার শিকার হয়েছেন বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার শাহেদ শফিক।
গতকাল থেকে এ পর্যন্ত সংঘর্ষের ঘটনায় কলেজের অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে মধ্যরাতে সংঘর্ষের পর ঢাকা কলেজের ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়, অনিবার্য কারণে ১৯ এপ্রিল, মঙ্গলবার ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক ও অনার্স-মাস্টার্স শ্রেণির সব ক্লাস ও পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। সব শিক্ষককে সকাল ১০টার মধ্যে কলেজে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।