ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে শনিবার দুপুর ১২টার দিকে বৈঠকে বসছে সফররত ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন অনুসন্ধানী অগ্রগামী দল।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে অনুষ্ঠিত হতে যাওয়া ওই বৈঠকে আওয়ামী লীগ প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। প্রতিনিধি দলে অন্যদের মধ্যে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমিরসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।
এর আগে, গত ১০ জুলাই ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির গুলশানের বাসায় সংস্থাটির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির চার নেতা। প্রায় ঘণ্টাখানেক ধরে বৈঠকটি চললেও এ বিষয়ে ইইউ ও আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।
প্রসঙ্গত, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে ইউরোপীয় ইউনিয়নের ছয় সদস্য বিশিষ্ট নির্বাচন অনুসন্ধানী অগ্রগামী দল।
অনুসন্ধানী মিশন দলটি ঢাকায় অবস্থানকালে সরকারের প্রতিনিধি, নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিনিধি, আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে কর্মকর্তা, রাজনৈতিক নেতাদের সাথে বৈঠক করেছেন। এছাড়া, নাগরিক সমাজ এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সাথেও ইইউ প্রতিনিধি দল বৈঠক করবেন। আগামী ২৩ জুলাই ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই দলটির।