নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে, যোগ দিয়েছে সেনারা

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৪, ২০২৩, ০১:৪০ এএম

নবাবপুরের আগুন নিয়ন্ত্রণে এসেছে, যোগ দিয়েছে সেনারা

ঢাকার নবাবপুরের সুরিটোলা এলাকার একটি টিনশেড গুদামে বৃহস্পতিবার গভীর রাতে লাগা আগুন রাত ১১টা ৪৫ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে। 

ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট প্লাস্টিক কারখানার গুদামে লাগা সেই বিশাল আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ (আইএসপিআর) পরিদপ্তর থেকে জানানো হয়েছে, আগুন নির্বাপণে সেনা সদস্যদের পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) মো: শাহজাহান শিকদার জানান, রাত ১০টা ০৮ মিনিটে তারা ঘটনাটি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে যান।

তিনি আরও জানান, নবাবপুর টাওয়ারের পাশে আইয়ুব ভবন থেকে ঘন ধোঁয়া বেরোলে স্থানীয়দের কাছ থেকে খবর পায় ফায়ার সার্ভিস।

এই সংবাদটি লেখা পর্যন্ত জানা যায়, আগুন পরিপূর্ণভাবে নির্বাপণের কাজ চলছে।  

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এবং আগুনের উৎস নির্ধারণ করা যায়নি।

গত ৪ এপ্রিল বঙ্গবাজার পাইকারি পোশাকের বাজারে একটি বড় অগ্নিকাণ্ডের ফলে ঢাকা এবং দেশের অন্যান্য অঞ্চলে অনুরূপ দুর্ঘটনার কারণে অগ্নি নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ দেখা দিয়েছে। 

Link copied!