পুলিশের ধাওয়ায় মেঘনায় ঝাঁপ, ৩ দিন পর মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৮, ২০২২, ০৯:৫৩ এএম

পুলিশের ধাওয়ায় মেঘনায় ঝাঁপ, ৩ দিন পর মরদেহ উদ্ধার

ভোলার দৌলতখান উপজেলায় পুলিশের ধাওয়া খেয়ে মেঘনা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ২ পুলিশ সদস্যকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিহতের নাম নোমান (২৭)। তিনি দৌলতখান মাছঘাটে চাকরি করতেন।

রবিবার দুপুরে উপজেলার  মেঘনা নদী সংলগ্ন স্লুইস গেট থেকে পুলিশ নোমানের মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় নোমানের স্ত্রী নাসরিন আক্তার পরে দৌলতখান থানায় একটি অপমৃত্যুর মামলা করেন।

ওসি জাকির হোসেন বলেন, 'সেখানে ৭-৮ জন জুয়া খেলছিলেন। পুলিশ দেখে ৪ জন নদীতে ঝাঁপ দেন। ৩ জন পরে উঠতে পারলেও, একজন ফিরে আসেননি। পরে মেঘনায় তার মরদেহ ভেসে ওঠে।'

এ ঘটনায় দৌলতখান থানার কনস্টেবল রাসেল ও সজীবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

Link copied!