ফেরিডুবিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৭, ২০২১, ০৬:৪২ পিএম

ফেরিডুবিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যানবাহনসহ শাহ আমানত ফেরিডুবির ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। বুধবার (২৭ অক্টোবর) বিকেলে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

তদন্ত কমিটিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) সুলতান আব্দুল হামিদকে আহবায়ক এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) পরিচালক (কারিগরি) মো. রাশেদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

কমিটির অন্য পাঁচ সদস্য হলেন-

১.রকিবুল ইসলাম তালুকদার, অতিরিক্ত সচিব (উন্নয়ন), নৌপরিবহন মন্ত্রণালয় ২. ক্যাপ্টেন সাঈদ আহমেদ,নটিক্যাল সার্ভেয়ার  এন্ড এক্সামিনার, নৌপরিবহন অধিদপ্তর ৩. উপ-পরিচালক, স্থানীয় সরকার, মানিকগঞ্জ, জেলা-মানিকগঞ্জ ৪. ড. জুবায়ের ইবনে আউয়াল, সহযোগি অধ্যাপক, নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, বুয়েট এবং ৫. মো. জসিম উদ্দিন, পুলিশ সুপার, নৌ পুলিশ, ফরিদপুর অঞ্চল।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অফিস আদেশে আরও বলা হয়, মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে শাহ আমানত ফেরি দুর্ঘটনার কারণ অনুসন্ধানসহ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ফেরি দুর্ঘটনার বিষয়ে সার্বিক ফেরি ব্যবস্থাপনার দিকটি অনুসন্ধানপূর্বক ফেরি সার্ভিসের মানোন্নয়ন বিষয়ে প্রদান করতে হবে।

এছাড়া ফেরি দুর্ঘটনার কারণ ও ফেরি ব্যবস্থাপনার মানোন্নয়ন সংক্রান্ত সুপারিশ আগামী সাত কার্যদিবসের মধ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর দাখিল করতে বলা হয়েছে ওই আদেশে।

প্রসঙ্গত,বুধবার সকাল নয়টায় দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট থেকে ১৭টি পণ্যবাহী গাড়ি নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা হয় ফেরি আমানত শাহ। এ সময় ফেরিতে ১২ থেকে ১৫টি মোটরসাইকেলে আরোহী ছিলেন। সকাল পৌনে ১০টায় পাটুরিয়ার ৫ নম্বর ঘাটে পন্টুনে আসার পর তিনটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল ফেরি থেকে নেমে যায়। এ সময় ফেরিটিতে পানি ওঠায় তা কাত হয়ে অর্ধেক ডুবে যায়।

Link copied!