ফের পেছাল খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো মামলার চার্জ গঠন

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৩, ২০২২, ০৭:৫০ পিএম

ফের পেছাল খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো মামলার চার্জ গঠন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে। আগামী ১০ মে অভিযোগ গটনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রবিবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৩ বিচারক মোহাম্মদ আলী হোসাইন শুনানির নতুন দিন ধার্য করেন।

অসুস্থ থাকায় খালেদা জিয়া আদালতে আসতে না পারার বিষয়টি উল্লেখ করে তার আইনজীবী শুনানির সময় চেয়ে আবেদন করলে আদালত তা আমলে নিয়ে চার্জ শুনানির পরবর্তী দিন ধার্য করেন।

আইনজীবীরা জানায়, দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলায় চার্জশিট দিয়েছে। সেই চার্জশিটের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন খালেদার আইনজীবী। খালেদা জিয়া এ মামলা বাতিল চেয়ে রিট আবেদন করেন। রিট আবেদনের কারণে প্রায় ৮ বছর নিম্ন আদালতে বিচারিক কার্যক্রম বন্ধ থাকে।

প্রসঙ্গত, দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী বাদী হয়ে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ গ্লোবাল অ্যাগ্রোট্রেড কোম্পানিকে (গ্যাটকো) পাইয়ে দেওয়া হয়েছে। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদক খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিদের মধ্যে ৮ জন মারা যাওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ১৬ জনে নেমে এসেছে।

Link copied!