বিশ্বের সামনে বাংলাদেশ ও ভারতের দুই মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহাত্মা গান্ধীর অবিস্মরণীয় কীর্তি তুলে ধরতে ১৭ দিনব্যপি ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’র আয়োজন করেছে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, শিল্পকলা একাডেমি ও বাংলাদেশের ভারতীয় হাই কমিশন। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই ডিজিটাল প্রদর্শনী উদ্বোধন করেন।
শিল্পকলা একাডেমিতে চলা এই প্রদর্শনীটি পরিচালনা করছে ভারতের মহাত্মা গান্ধী ডিজিটাল জাদুঘর। মহাত্মা গান্ধী ডিজিটাল জাদুঘর এবং ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’র পরিচালক বিরাদ ইয়াগানিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীটি ২২ টি তথ্য দেয়াল এবং শতাধিক ডিজিটাল মুহূর্তের সমন্বয়ে সাজানো হয়েছে।
প্রদর্শনীতে বঙ্গবন্ধু এবং মহাত্মা গান্ধীর একমাত্র সাক্ষাতের ছবিটিও স্থান পেয়েছে। এই দুই মহান নেতা ১৯৪৭ সালের সাম্প্রদায়িক দাঙ্গার প্রেক্ষাপটে সাক্ষাৎ করেছিলেন।
এছাড়াও এই প্রদর্শনীতে একটি হলোগ্রাফিক টাইম মেশিন স্থাপন করা হয়েছে। যেখানে এই দুই নেতার জীবনকাল বুঝার জন্য একাধিক ছবিকে ক্রমান্বয়ে সাজিয়ে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও দুই নেতার তরুণ বয়সের একাধিক ছবিও এই প্রদর্শনীতে রাখা হয়েছে।
গণহত্যা ক্যাটাগরিতে লবন সত্যাগ্রহ আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ নিয়ে বিভিন্ন চিত্র প্রদর্শিত হয়েছে। এছাড়া বঙ্গমাতাকে নিয়েও একটি তথ্য দেয়াল রাখা হয়েছে এই প্রদর্শনীতে।
এই দুই মহান নেতা নিজ নিজ দেশেরে জনগণকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন তাও প্রদর্শন করা হয়েছে একাধিক তথ্য দেয়ালে।
২৫ সেপ্টেম্বর শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হবে আগামী ১১ অক্টোবর।