বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রথম কুমির ছানার জন্ম

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৩, ০৫:২৯ পিএম

বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রথম কুমির ছানার জন্ম

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে প্রথমবার ছয় কুমির ছানার জন্ম হয়েছে। গত বছরের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ছয়টি ছানার জন্ম হয়।

গতকাল মঙ্গলবার পার্ক কর্তৃপক্ষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

কর্তৃপক্ষ জানায়, সাফারি পার্কে বর্তমানে ১০টি লোনা পানির কুমির ও ৬টি মিঠাপানির কুমির রয়েছে। যা বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়। পার্ক প্রতিষ্ঠার পর বেশ কয়েকবার কুমির ডিম দিলেও তাতে ছানা ফোটেনি। তবে আশার আলো দেখা যায় গত ডিসেম্বরে। লোনাপানির একটি কুমির ডিমে তা দিলে তাতে ছয়টি ছানার জন্ম হয়। জন্মের পর ছানাগুলো জলাধারে নেমে যায়।

সাধারণত উপকূলীয় এলাকার অল্প লবণাক্ত পানি এবং নদী মোহনায় এদের বসবাস এসব কুমির। বাংলাদেশের সুন্দরবনের নদীগুলোর লোনাপানিতে এসব কুমিরের একমাত্র আবাসস্থল। এ জাতের কুমিরের জীবনকাল সাধারণত ২৫ থেকে ৭০ বছর পর্যন্ত হয়। তবে ১০০ বছর বেঁচে থাকার রেকর্ডও এ কুমিরের রয়েছে।

Link copied!