বাংলাদেশে বেড়াতে আসা ইউটিউবারকে বিরক্ত করা বৃদ্ধ গ্রেপ্তার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৩, ২০২৩, ১০:১২ এএম

বাংলাদেশে বেড়াতে আসা ইউটিউবারকে বিরক্ত করা বৃদ্ধ গ্রেপ্তার

ঢাকায় বেড়াতে আসা অস্ট্রেলিয়ান ভ্লগার লুক ডামান্ট একটি ভিডিওতে দেখান একজন বৃদ্ধ তাঁকে অনেক বেশি বিরক্ত করছেন আর সেই ব্যক্তিকে এভয়েড করার জন্যও বলে ভিডিও আপলোড করেন তিনি। ভিডিওটিতে যে লোকটি বিদেশি পর্যটককে বিরক্ত করেছেন, তিনি ভিক্ষুক না হলেও, তার স্বভাব ভিক্ষুকের মতো। সেই বিরক্ত করা সেই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (৩ এপ্রিল) সকালে ‘ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ’ ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

তাঁদের ফেসবুক পেজে ওই ব্যক্তির ছবিসহ একটি পোস্ট দিয়ে টুরিস্ট পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আমরা সবসময় আমাদের অতিথিদের অর্থাৎ বিদেশি পর্যটকদের আমাদের সুন্দর বাংলাদেশে স্বাগত জানাই।

https://www.facebook.com/TouristPolice.BD/posts/pfbid0x4DKfCS456PUZCDi7FjARzZ7qYo7AVSNk5eNEDCTUPipxAXAwL6yHNGHnMjqE4t2l

পোস্টটি নিজ আইডিতে শেয়ার করে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা নিজের ফেসবুক আইডিতে লেখেন, ‘কোথায় আমরা প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছি যাতে তাঁরা (বিদেশি পর্যটক) আসে আমাদের দেশে। আর কোথায় সব ভণ্ডুল করার জন্য কিছু লোক বসে আছে। এজন্যই সকল সচেতন মানুষের খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের সামনে কেউ কোনো বিদেশি পর্যটককে যন্ত্রণা না করে। বিদেশি পর্যটকদের আমাদের এখানে আসা যে কতোটা গুরুত্বপূর্ণ তা সবার বুঝতে হবে।’

টুরিস্ট পুলিশের দেওয়া পোস্টের কমেন্টে ও নিজের পেজে পোস্টটি শেয়ার করে ধন্যবাদ জানিয়েছেন লুক ডামান্ট। তিনি লেখেন, ‘সকল দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশকে বিশেষ ধন্যবাদ। এই ভিডিওটি পোস্ট করার পর থেকে, আমি বাংলাদেশের জনগণের কাছ থেকে ১০০০টির মতো বার্তা পেয়েছি। তারা আমার অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করেছে।

https://www.facebook.com/LukeDamantt/posts/pfbid02wsHpUURKxiFt6eHLXEdW3GsHmyrq4BNaJNUHQSpWE3HmFrHa62vbu8FdD63t9m2bl

বাংলাদেশে এখন পর্যন্ত কাটানো মুহূর্তগুলো অবিশ্বাস্য ছিল, কিন্তু প্রতিটি দেশেই সবসময় কিছু খারাপ লোক থাকবে। এই কয়েকজন ব্যক্তি কোটি কোটি সহৃদয়, অতিথিপরায়ণ এবং যত্নশীল বাঙালিদের প্রতিনিধিত্ব করে না। আমি বাংলাদেশের সব জায়গা ঘুরে দেখতে এবং আশ্চর্যজনক সংস্কৃতিকে গ্রহণ করতে পেরে খুবই খুশি।’

ওই বৃদ্ধকে আঘাত না করার অনুরোধ জানিয়ে লুক ডামান্ট লেখেন, আপনি যদি লোকটিকে বাংলাদেশে দেখেন, আমার অনুরোধ- দয়া করে তাকে আঘাত করবেন না বা খারাপ কিছু বলবেন না। প্রত্যেকেই জীবনে ভুল করে এবং তার পরিণতির মুখোমুখি হতে হবে।

প্রসঙ্গত, সম্প্রতি হোটেল থেকে বেরিয়ে রাজধানীর একটি এলাকায় হাঁটছিলেন লুক ডামান্ট। সাথে ভিডিও করছিলেন। সে সময় অনেকটা সাবলীল ইংরেজিতে লুক ডামান্টকে স্বাগত জানান ওই ব্যক্তি। তারপর রাস্তার পাশের ডিম কেক খাওয়ার সময় এই ভ্লগারের সাথে কথা বলতে থাকেন ওই বৃদ্ধ। শেষ পর্যন্ত ডামান্টের থেকে ২৫০ টাকাও চেয়ে নেন। এতেই ক্ষান্ত হননি তিনি।

https://www.facebook.com/LukeDamantt/videos/946024973246784/

ওই বিদেশি ভ্লগারের সাথে এগুতে থাকেন তিনি। অনেকবার বুঝিয়েও স্যার বলে সম্বোধন করেও তাকে ছাড়াতে পারেননি লুক ডামান্ট। শেষে তার কাছে অনুনয় বিনয় করে সাহায্য চান বয়স্ক ওই ব্যক্তি। এক পর্যায়ে তা অতিমাত্রায় পৌঁছালে মোবাইলে কল করার অভিনয় করে তার থেকে নিষ্কৃতি পান লুক ডামান্ট। শেষে তিনি এর জন্য দুঃখ প্রকাশ করেন ও ওই ব্যক্তিকে এড়িয়ে চলার পরামর্শ দেন। 

এই ভিডিও সামাজিক মাধ্যমে রীতিমত ভাইরাল হয়ে যায়। এরপরই এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন বাংলাদেশি নেটিজেনরা। অনেকে ওই ব্যক্তিকে গ্রেফতারের আবেদন জানান। 

https://www.facebook.com/watch/?v=527499156166611
Link copied!