চট্টগ্রামে বাস, ডেমু ট্রেন ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পুলিশের এক সদস্য ও এক শিশু রয়েছে বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছে খুলশি থানা কর্তৃপক্ষ।
শনিবার সকাল ১১টার দিকে চট্টগ্রামের খুলশি থানার ঝাউতলা রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পুলিশ সদস্য মো. মনিরুল ইসলাম (৪৪)। তিনি নোয়াখালী জেলার কে বি এম ফয়েজুর রহমানের ছেলে। চট্টগ্রামের ফটিকছড়ির বাহাউদ্দীন সোহাগ (২৮)। তবে নিহত অন্য শিশুর পরিচয় পাওয়া যায়নি। খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান বলেন, “সকাল ১১টার দিকে এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।
তিনি আরও বলেন, “দুর্ঘটনার পর ওই এলাকার সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।” পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে বলেও তিনি জানান।