বিপৎসীমার ওপর দিয়ে তিস্তার পানি, খুলে দেওয়া হলো সব গেট

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১, ২০২২, ১০:১৭ পিএম

বিপৎসীমার ওপর দিয়ে তিস্তার পানি, খুলে দেওয়া হলো সব গেট

ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি  ঢলে আবারও বাড়তে শুরু করেছে তিস্তার পানি। কয়েক সপ্তাহ পানি কম থাকলেও সোমবার (১ আগস্ট) দুপুর থেকে বিপৎসীমা অতিক্রম করে ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এমতাবস্থায় ঢল সামলাতে ব্যারেজের সবগুলো গেট খুলে দেয়া হয়েছে। লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, পূর্ব খড়িবাড়ী, কিছামত, ছোটখাতা, হরিশের চরসহ ৮টি চরের বসতবাড়িতে পানি উঠে গেছে।  

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা গণমাধ্যমকে বলেন, “ সোমবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত তিস্তার পানি বিপৎসীমার ২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে দুপুর ৩টার পর থেকে পানি ক্রমাগত বাড়তে থাকে। এমতাবস্থায় বিকেল ৩টার দিকে পানি বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।  সন্ধ্যা ৬টায় আরও ১৫ সেন্টিমিটার অর্থাৎ ২৫ দশমিক ৮৫ মিটার দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।”  

পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা আরও বলেন, “আপাতত পানি কমার কোনো সম্ভাবনা দেখছি না। বর্তমান পরিস্থিতিতে পানির প্রবাহ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এভাবে পানি বাড়তে থাকলে বন্যার আশঙ্কা রয়েছে।” তবে বন্যা মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড সর্বদা প্রস্তুত আছে বলে তিনি জানান।

প্রকৌশলী আসফাউদ্দৌলা গণমাধ্যমকে আরও বলেন, “তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডিমলা ও জলঢাকা উপজেলার চরের মানুষের মধ্যে আবারও ভয়ভীতি দেখা দিয়েছে। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান ময়নুল ইসলাম বলেন, পানি বৃদ্ধি পাওয়ায় তিস্তা নদীবেষ্টিত কিছু এলাকায় আবারও পানি ঢুকতে শুরু করেছে। নদীবেষ্টিত এলাকার মানুষদের আমরা সতর্ক থাকতে বলেছি। পানি অব্যাহত বৃদ্ধি পেলে নিচু এলাকায় যারা বসবাস করেন তাদের সরে যেতে অনুরোধ করা হয়েছে।“

এদিকে, লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মিজানুর রহমান গণমাধ্যম সময় সংবাদকে বলেন, “ব্যারেজ পয়েন্টে পানি বেড়ে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। পানি বেড়ে যাওয়ায় আমরা সবাই সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।”

Link copied!