বেনাপোলে যাত্রী পারাপারে রেকর্ড

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২৩, ০৮:২৯ পিএম

বেনাপোলে যাত্রী পারাপারে রেকর্ড

ঈদের ছুটিতে বেনাপোল সীমান্ত দিয়ে রেকর্ড সংখ্যক যাত্রী পারাপার হয়েছে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি আহসান হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের ছুটিতে যাত্রী সংখ্যা ২২ জুন থেকে প্রতিদিনই বাড়ছে। ১৬ জুন থেকে ২৫ জুন পর্যন্ত ৬৩ হাজার ৭৩৯ জন যাত্রী পারাপার হয়েছে। এর মধ্যে ভারতে গেছেন ২২ হাজার ৬৭৩ জন এবং ভারত থেকে এসেছেন ৩০ হাজার ৬৬ জন।”

“স্বাভাবিক সময়ে প্রতিদিন তিন থেকে চার হাজার যাত্রী পারাপার হলেও এখন সেটা বেড়ে অন্তত সাত থেকে আট হাজার হয়েছে। তবে আগে ইনকামিং ও আউটগোয়িং যাত্রীর সংখ্যা প্রায় সমান থাকলেও এখন আউটগোয়িং যাত্রীর সংখ্যা প্রায় দ্বিগুণ”, যোগ করেন ওসি।

শুক্রবার সকালে গিয়ে দেখা যায়, বেনাপোল চেকপোস্টের আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়। যাত্রীদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা সারতে পুলিশ, আনসার ও বন্দরের নিরাপত্তা কর্মীদের রীতিমতো হিমশিম খেতে হচ্ছে।

বেনাপোল চেকপোস্টে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্টের কাজ শেষ করে ভারতীয় চেকপোস্টে প্রবেশের সঙ্গে সঙ্গে দীর্ঘলাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওপারের ইমিগ্রেশনের কাজ ধীরগতির কারণে এ দীর্ঘলাইন এমন অভিযোগ করেন যাত্রীরা।

ভারতীয় ইমিগ্রেশন থেকে ভারতীয় কাস্টমস, মেইন গেট, নো-ম্যান্স ল্যান্ডে কয়েকটি গোলাকার লাইন পেরিয়ে আশপাশের মাঠ ছাপিয়ে গেছে লাইন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বৃদ্ধ-বৃদ্ধা, নারী ও শিশুদের কষ্টের সীমা নেই। অনেক রোগীকে রাস্তার ওপরই বসে থাকতে দেখা গেছে। প্রচণ্ড রোদে ও খোলা আকাশের নিচে দীর্ঘলাইনে দাঁড়িয়ে দুর্ভোগে পড়েন কয়েক হাজার মানুষ।

Link copied!