এপ্রিল ১২, ২০২৩, ০৬:০৪ পিএম
একটি জমি নিয়ে ভারতের সাথে বাংলাদেশের প্রায় অর্ধ শতাব্দীর বিরোধ নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তির ফলে বংলাদেশ ফেরত পেয়েছে ৭৫ শতক জমি।
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আগ্রাদিগুন সীমান্তে সীমানা নির্ধারণ নিয়ে প্রায় ৫০ বছরের বিবাদের নিষ্পত্তি ফলে এই ৭৫ শতক জমি পায় বাংলাদেশ।
বুধবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পর্যায়ে যৌথ মাপযোগ শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
বৈঠকে দুই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) অধিনায়ক পর্যায়ের কর্মকর্তারা অংশ নিয়েছেন। এছাড়া ভূমি জরিপ সংশ্লিষ্টরাও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ দলের সদস্য নওগাঁ ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হামিদ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার বৈঠক শেষে বিজিবি ও বিএসএফের সদস্যরা জমি মাপেন। এতে ৭৫ শতাংশ জমি বাংলাদেশের মালিকানাধীন বলে প্রমাণ হয়।
স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশের ১০০ গজ অভ্যন্তরে জমিটিতে দীর্ঘদিন ধরে সেখানে বাংলাদেশি চাষিরা চাষাবাদ করে আসলেও চলতি মৌসুমে চাষাবাদে বাধা দেয় বিএসএফ। এরই পরিপ্রেক্ষিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পতাকা বৈঠকে বসে সমস্যার নিষ্পত্তি করে।