ভালুকায় নৌকাডুবি: ব্যবসায়ীর লাশ উদ্ধার, ডাক্তার নিখোঁজ

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৮, ২০২১, ১১:০৫ এএম

ভালুকায় নৌকাডুবি: ব্যবসায়ীর লাশ উদ্ধার, ডাক্তার নিখোঁজ

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় খিরু নদীর উরাহাটিতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া ২ জনের মধ্যে মো. তানভীর (৩১) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (১৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ওই দুর্ঘটনার ৪ ঘন্টা পর ওই যুবকের মরদেহ উদ্ধার করা হলেও অমিত রায় নামে এক চিকিৎসক এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মেহেদি হান্নান ও মেডিকেল অফিসার ডা. হাসিন আহত হন। গুরুতর আহত অবস্থায় ডা. হাসিনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃত মো. তানভীর (৩১) ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা। তিনি ডেকোরেটর ব্যবসায়ী বলে  জানা গেছে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এবং ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

নৌকাডুবিতে এখনও নিখোঁজ রয়েছেন অমিত রায় নামে এক চিকিৎসক। ছবি: সংগৃহীত

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার গণমাধ্যেমে বলেন, মঙ্গলবার (১৭ আগস্ট) চিকিৎসকদের উদ্যোগে অন্তত ২০ জনের একটি দল নৌকা ভাড়া করে খিরু নদীতে আনন্দ-ভ্রমণে বের হন। ফেরার পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়।ওইসময় নৌকায় থাকা যাত্রীদের  বেশিরভাগই সাঁতরে নদীর তীরে উঠে আসলেও তানভীর (৩০) ও অমিত রায় নামে এক ডাক্তার নিখোঁজ হন। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে তানভীর নামে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে চিকিৎসক অমিত রায় এখনো নিখোঁজ আছেন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান দ্য রিপোর্টকে বলেন, তানভীর নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ চিকিৎসককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে পুলিশ কাজ করছে।’

 

Link copied!