ভোলায় বিএনপির হরতাল দুপুরের আগেই প্রত্যাহার

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ৪, ২০২২, ০১:১৪ পিএম

ভোলায় বিএনপির হরতাল দুপুরের আগেই প্রত্যাহার

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলমের মৃত্যুর প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতাল ডেকে মাঠে নামার আগেই তা প্রত্যাহার করে নিয়েছে জেলা বিএনপি।

বৃহস্পতিবার দুপুর ১২টার পর জেলা বিএনপির কার্যালয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রেস ব্রিফিং শেষে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, জনদুর্ভোগের কথা মাথায় রেখে আমরা হরতাল প্রত্যাহার করে নিয়েছি।   

এর আগে বুধবার (৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে এক প্রতিবাদ সভায় ভোলায় বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন গোলাম নবী আলমগীর।

এদিকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে দুজন নিহতের প্রকৃত ঘটনা জানতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল সকালে ভোলায় পৌঁছেছে। দুপুর পৌনে ১২টার দিকে গণমাধ্যমকর্মীদের সঙ্গে তাদের কথা বলার কথা রয়েছে। সংবাদ সম্মেলন শেষে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিমের বাড়ি যাবে প্রতিনিধি দলটি।

গত ৩১ জুলাই ভোলায় জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন স্বেচ্ছাসেবক দলের কর্মী আবদুর রহিম। ওই সংঘর্ষের ঘটনায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন।

সেই বিক্ষোভ সমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ভোলা সদর হাসপাতাল এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে বুধবার (৩ আগস্ট) বিকেল ৩টায় মারা যান নূরে আলম।

Link copied!