মঙ্গলবার কমতে পারে বৃষ্টি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২১, ১২:৫৩ এএম

মঙ্গলবার কমতে পারে বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ এর প্রভাবে শুরু হয়েছে ডিসেম্বর রেইন। তবে একদিন বাদেই কমে আসতে পারে বৃষ্টি। আজ সোমবার (৬ ডিসেম্বর) বৃষ্টির বেগ না কমলেও মঙ্গলবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলছে, নিম্নচাপটি দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল হয়ে সোমবার সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হবে।

এসময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ফরিদপুরের ৭৬ মিলিমিটার। ঢাকায় বৃষ্টিপাত ছিল ৪৪ মিলিমিটার ছিল বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। 

আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। পশ্চিমাঞ্চলে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশের অন্যত্র দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!