মণ্ডপে হামলায় অভিযোগে ভিপি নুরুর দলের ৭ জন রিমান্ডে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২২, ২০২১, ১১:৫০ পিএম

মণ্ডপে হামলায় অভিযোগে ভিপি নুরুর দলের ৭ জন রিমান্ডে

চট্টগ্রাম মহানগরীর জেএমসেন হল পূজা মণ্ডপে হামলার ঘটনায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জনকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২২ অক্টোবর) চট্টগ্রাম মহানগর হাকিম মো. সফি উদ্দিন এ আদেশ দেন।

আদালত যাদের রিমান্ডের নির্দেশ দিয়েছেন তারা হলেন, মো. নাছির (২৫), মিজানুর রহমান (৩৭), মো. রাসেল (২৬), ইয়াসিন আরাফাত (১৯), হাবিবুল্লাহ মিজান (২১), মো. ইমন (২১) ও ইমরান হোসেন। গ্রেপ্তারকৃত বাকি ৩ জনের বয়স ১৮ বছরের নিচে হওয়ায় তাদের রিমান্ডের আবেদন করা হয়নি।

গত বৃহস্পতিবার (২১ অক্টোবর) চট্টগ্রাম শহর ও সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে মণ্পপে হামলার অভিযোগে ডাকসুর সাবেক ভিপি নুরের সংগঠন ছাত্র ও যুব অধিকার পরিষদের ৯ নেতাকর্মীসহ ১০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদের মধ্যে যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক নাছির হামলার পরিকল্পনাকারী এবং নেতৃত্বদাতা। মিজানুর রহমান একই সংগঠনের সদস্য সচিব। রাসেল ওই সংগঠনের বায়েজিদ বোস্তামি থানা শাখার আহ্বায়ক। এছাড়া ইমন ছাত্র অধিকার পরিষদের চট্টগ্রামের দায়িত্বশীল নেতা।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর দুপুরে চট্টগ্রাম নগরীর প্রধান পূজামণ্ডপ জেএম সেন হলে হামলা চালানো হয়। পুলিশ জানিয়েছে, যুব ও ছাত্র অধিকার পরিষদের নেতারা মিছিল নিয়ে এসে সাধারণ মুসল্লিদের উত্তেজিত করে মণ্ডপে হামলা সংগঠিত করে। এ ঘটনায় এ পর্যন্ত ১০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Link copied!