জুলাই ২৬, ২০২৩, ০১:৩৭ পিএম
ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে বৈঠক করেছেন বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানে আমেরিকান ক্লাবে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় সোয়া এক ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে বিএনপি প্রতিনিধি দলের অন্য সদস্য ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি দলটি। তবে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং অহিংস রাজনৈতিক প্রক্রিয়ার গুরুত্ব বিষয়ে আলোচনা করেছেন।” এর বাইরে বিস্তারিত জানাতে তিনি অপারগতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানী ঢাকায় মহাসমাবেশ করছে বিএনপিসহ সমমনা ৩৭টি রাজনৈতিক দল। এই সমাবেশের আগের দিন বিশ্বের প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাথে বিএনপির এই বৈঠক অনুষ্ঠিত হলো।