মাতুয়াইলে ৩ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৩, ০৩:৩৫ পিএম

মাতুয়াইলে ৩ বাসে আগুন

বিএনপিকর্মীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের মধ্যে মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত তিনটি বাসে আগুন ধরানো হয়েছে।

বিএনপির কর্মসূচির স্থান ছিল যাত্রাবাড়ী; তবে সেখানে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের অবস্থানের কারণে তারা মাতুয়াইলের দিকে সরে যায়।

সাড়ে ১১টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এরপর দুপুর পর্যন্ত কয়েক ঘণ্টা দফায় দফায় সংঘর্ষ চলে। এর মধ্যেই বাসগুলো পোড়ান হয়।

আরও পড়ুন: ধোলাইখালে পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ৬ জন ঢামেকে

ঢাকা-ভৈরব রুটে চলাচল করা তিশা পরিবহনের একটি বাসে দুপুর দেড়টার দিকে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। পাশের সান্টু ফিলিং স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, তবে বাসটি পুড়ে ছাই হয়ে যায়।

এর আগে স্বদেশ পরিবহনের আরেকটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। সেটিও পুড়ে যায়। এ ছাড়া শ্রাবণ পরিবহনের একটি বাসে আগুন দিলেও সে আগুন কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। 

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবায়েত ফেরদৌস বলেন, আগুন ও ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে কারা হামলায় জড়িত সেটি যাচাই-বাছাই চলছে ।

Link copied!