এপ্রিল ২৫, ২০২২, ০৪:৫৫ পিএম
ঢাকা মহানগরীর মিরপুর ১১ এলাকায় অভিযান পরিচালনা করে কয়েকটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান মোঃ আব্দুল জব্বার মন্ডল, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম, ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাগফুর রহমান ও সহকারী পরিচালক মাহমুদা আক্তার।
বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় মালিহা ফার্মেসিকে ২৫ হাজার টাকা, মা ফার্মেসীকে ৫ হাজার টাকা, আল শেফা ফার্মাকে ৫ হাজার টাকা, এবং শহিদুল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়াদোত্তীর্ণ ঔষধ ও পণ্যসামগ্রী স্পটে ধ্বংস করা হয়। উক্ত অভিযানে এপিবিএন ১১ এপিবিএন ১২ এর সদস্যগণ সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।