যুবলীগের মাধ্যমে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের স্বপ্ন ছিল শেখ মণির: শেখ পরশ

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ১৪, ২০২১, ০৩:২৪ এএম

যুবলীগের মাধ্যমে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের স্বপ্ন ছিল শেখ মণির: শেখ পরশ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠার মাধ্যমে শেখ ফজলুল হক মণি একটি সুখী, সমৃদ্ধ, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠন করার স্বপ্ন দেখেছিলেন বলে জানিয়েছেন সংগঠনটির বর্তমান চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।  

যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৩ তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর শাখা যুবলীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে শেখ পরশ বলেন. “স্বাধীনতা ও বঙ্গবন্ধু শব্দটি এক ও অভিন্ন। তাঁর ২৩ বছরের সংগ্রাম, জেল-যুলুম, অত্যাচার আর নির্যাতন সহ্য করে তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে বাঙালি জাতিকে এই বিজয় নিয়ে এসেছিলেন।”

চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী মাধ্যম উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান বলেন, “ আমাদের চলচ্চিত্রের একটি ঐতিহ্য আছে। আপনাদের নেতা যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মণি ১৯৭২ সালে বাংলাদেশে চলচ্চিত্রের ওপর পত্রিকা “সাপ্তাহিক সিনেমা” পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। এটা বাংলাদেশের প্রথম পত্রিকা যা সিনেমার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল।”

শেখ মণি সংস্কৃতিমনা ও বাংলার সংস্কৃতি, কৃষ্টি কালচারের প্রতি অনুরাগী ছিলেন জানিয়ে শেখ পরশ আরও বলেন, “ তিনি (শেখ মণি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র ছিলেন এবং সেই কারণে তিনি বিশ্বাস করতেন বাংলার সংস্কৃতি বেঁচে থাকবে, বাংলার সংস্কৃতিতে যুবকদের জন্য যুব শক্তি হিসেবে রূপান্তরিত করার জন্য বাংলার সংস্কৃতি বিশেষ করে চলচ্চিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

যুবলীগের নেওয়া বিভিন্ন কর্মসূচি তুলে ধরে যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, “সারা দেশব্যাপী শীতবস্ত্র বিতরণ, খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি গতকালই(১২ ডিসেম্বর) আমরা ঘোষণা দিয়েছি। আমি আহ্বান জানাবো বাংলাদেশ আওয়ামী যুবলীগের সকল ইউনিটকে যে, আপনারা সততা, শৃঙ্খলার সাথে আমাদের ঘোষিত কর্মসূচি পালন করবেন।”

অনুষ্ঠানে যুবলীগ সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন,“যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ আমাদেরকে যে কর্মসূচি দিয়েছেন তা পালনের মধ্য দিয়ে ’৭১-এর পরাজিত শক্তিদের জবাব দিতে হবে। জবাব দিতে হবে জামাত-বিএনপিকে যারা ৩০ লক্ষ শহীদ ও ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম নষ্টে পাকিস্তানীদের সহায়তা করেছিল।”

তিনি বলেন, “যুবআমাদের যুব-সমাজ, ছাত্র সমাজকে আজ শপথ নিতে হবে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে উঠবে নাকি দেশবিরোধী রাজাকার, জামাত-বিএনপিদের চেতনায় গড়ে উঠবে। সিদ্ধান্ত গ্রহণের সময় এখনই।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্তিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর আলম শাহীন, ডা. খালেদ শওকত আলী, শেখ ফজলে ফাহিম, মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম।

Link copied!