যেসব শর্তে খোলা থাকবে খাবারের হোটেল-রেস্তোরা

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ৩০, ২০২১, ০২:৩৩ পিএম

যেসব শর্তে খোলা থাকবে খাবারের হোটেল-রেস্তোরা

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আগামীকাল (১ জুলাই) থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ পালনে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (৩০ জুন) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগ ওই প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনে খাবারের দোকান, হোটেল ও রেস্তোরা খোলা রাখার ব্যাপারে শর্ত দেয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ১ জুলাই (বৃহস্পতিবার) ভোর ৬টা থেকে সারাদেশে ৭ দিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধ থাকবে। কেবল ‘জরুরি নয়’, ‘খুব জরুরি’ হলেই বের হওয়ার বৈধতার সুযোগ থাকছে নাগরিকদের। কঠোর বিধিনিষেধে মোট ২১টি শর্ত মানতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরা সকাল ৮:০০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত খাবার বিক্রয়(Online/Take away) করতে পারবে। কোনোভাবেই খাবারের দোকান বা হোটেল-রেস্তোরায় বসে খাওয়া যাবে না।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ব্যতীত (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়, চিকিৎসা সেবা, মৃতদেহ দাফন/সৎকার ইত্যাদি) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!