রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো বাংলাদেশ জাসদ

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ১৯, ২০২৩, ০৯:৪৩ পিএম

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো বাংলাদেশ জাসদ

সংগৃহীত ছবি

মোটরগাড়ি (কার) প্রতীক নির্ধারণ করে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাসদকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। উচ্চ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এ নিবন্ধন দেওয়া হয়।

সোমবার (১৯ জুন) সকালে ইসির কাছ থেকে এ সংক্রান্ত চিঠি পেয়েছেন বলে জানান বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া।

২০১৬ সালে নেতৃত্বের দ্বন্দ্বে জাসদ দুই ভাগে ভাগ হয়ে যায়। কাউন্সিল অধিবেশনে হাসানুল হক ইনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পুনর্নির্বাচিত হন। কিন্তু সাধারণ সম্পাদক নির্বাচনকে ঘিরে দলে বিভক্তি সৃষ্টি হয়। কাউন্সিল অধিবেশনে ওই নির্বাচন চলার সময় জাসদের শীর্ষ পর্যায়ের কয়েক নেতা ও বেশ কিছু কর্মী দলের নতুন কমিটি ঘোষণা করেন। শরীফ নূরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক ও মঈন উদ্দীন খান বাদলকে কার্যকরী সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

এর পর থেকেই তাদের পরিচিতি জাসদ (ইনু) ও জাসদ (আম্বিয়া) নামে। জাসদ (আম্বিয়া) বাংলাদেশ জাসদ নামে পরিচিত।

Link copied!