রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের ৫টি রুমে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের আটকে রাখার ঘটনা ঘটেছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় হলের দ্বিতীয় ব্লকের দোতলার ২১৯ থেকে ২২৩ নম্বর রুমে তালা লাগানোর ঘটনা ঘটে।
এসময় কয়েকজন শিক্ষার্থী রুমের মধ্যে অবস্থান করছিলেন বলে জানা গেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে হল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা।
এ বিষয়ে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, শিক্ষার্থীদের রুমের ভেতরে রেখে তালা দেওয়া অবশ্যই একটি জঘন্য কাজ। আমরা ইতোমধ্যে প্রক্টরিয়াল বডিকে বিষয়টি জানিয়েছি। কে বা কারা তালা দিয়েছে তাদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে। দ্রুত এই ঘটনায় তদন্ত হবে। দোষীদের বিচারের আওতায় আনা হবে।