সিত্রাং এর প্রভাব যে দুই জেলায় বেশি পড়বে

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২৫, ২০২২, ১২:২৯ এএম

সিত্রাং এর প্রভাব যে দুই জেলায় বেশি পড়বে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান জানিয়েছেন, রগুনা ও পটুয়াখালীতে ঘূর্ণিঝড় সিত্রাং-এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে।

সোমবার সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি আরও জানান, বরগুনা সদর ও পটুয়াখালীর কলাপাড়াতে এ ঘূর্ণিঝড়ের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।   

বিপদ সংকেত কত পর্যন্ত যেতে পারে? একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা মহাবিপদ সংকেত পর্যন্ত যেতে পারে।

Link copied!