সিরাজগঞ্জে অব্যাহতভাবে বাড়ছে যমুনা নদীর পানি । প্রতিদিনই বন্যাকবলিত হচ্ছে চর ও নদী তীরবর্তী নিত্য নতুন এলাকা। বসতবাড়ি ও ফসলি জমিতে পানিতে ডুবে যাওয়ায় বিপাকে পড়েছে স্থানীয় বাসিন্দারা।
সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। শুক্রবার (২০ আগস্ট) সকালে দেখা যায়, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও, কাজিপুর মেঘাইঘাট পয়েন্টে দেখা গেছে যমুনার পানি বিপদসীমার ৬১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগেঞ্জের যমুনার চরাঞ্চল ও নদী তীরবর্তী নিত্য নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বসতবাড়িতে পানি প্রবেশের ফলে বিপদে পড়েছে হাজারো মানুষ। এসব এলাকার বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।
সিরাজগঞ্জ জেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন জানান, ‘আরও দুদিন যমুনায় পানি বাড়বে। তবে বিপদসীমা অতিক্রম করবে বলে মনে হয় না। দু-একদিন পর থেকে পানি কমার সম্ভাবনা আছে। জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘যমুনা নদীতে পানি বাড়লেও তা এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি। ত্রাণের পর্যাপ্ত মজুদ রয়েছে আমাদের কাছে’।