মে ৫, ২০২২, ০৮:১০ পিএম
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান ইউপি চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ইউপি চেয়ারম্যান প্রতিপক্ষের ওপর বন্দুক দিয়ে গুলিবর্ষণ করেন বলে অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে প্রায় ৪ ঘণ্টা সৈদরটুলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষে অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৈদরটুলায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। বুধবার দু্ই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এবং সকালে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ সময় হায়দারুজ্জামান খান ধন মিয়া তার লাইসেন্স করা বন্দুক দিয়ে প্রতিপক্ষের ওপর কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছেন বলে অভিযোগ উঠেছে। সংঘর্ষে উভয়পক্ষের অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে উভয়পক্ষকে শান্ত করা হয়েছে। শুনেছি ইউপি চেয়ারম্যান গুলি ছুঁড়েছেন। তদন্ত শেষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।