বাস-সিএনজির সংঘর্ষে ঝরে গেল তিন জনের প্রাণ

নিজস্ব প্রতিবেদক

জুন ৪, ২০২৩, ১০:৫৫ এএম

বাস-সিএনজির সংঘর্ষে ঝরে গেল তিন জনের প্রাণ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে যাত্রীবাহী বাস-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কের শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হক কামাল বাস-সিএনজির সংঘর্ষে হতাহতের ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “রবিবার ভোর ৬টার দিকে সড়কের ওপরে পাথর রাখার কারণে সিএনজি এবং বাস একই লেনে গিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।  মরদেহ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন-হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা গ্রামের আব্দুল হকের ছেলে সিএনজিচালক রফিক মিয়া (৩৫), বানিয়াচং উপজেলার রঘু চৌধুরীপাড়ার আজির হুসেনের ছেলে জিয়াউল হক (৩৬) এবং আজমিরীগঞ্জ উপজেলার আব্দুল বারিকের ছেলে মুছা মিয়া (৬৪)।

স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী মডার্ন পরিবহণের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব ১৪-৩২৮১) সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। উন্নয়নকাজের জন্য সড়কের ওপরে রাখা পাথরের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানায়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছেন।

Link copied!