১০ দফা দাবিতে আবারও কর্মসূচি ঘোষণা বিএনপির

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১৮, ২০২৩, ০২:৫২ পিএম

১০ দফা দাবিতে আবারও কর্মসূচি ঘোষণা বিএনপির

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ও কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আরও দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 

বৃহস্পতিবার (১৮ মে) নয়াপল্টনে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এ কর্মসূচি ঘোষণার কথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কারাবন্দি নেতাদের মুক্তি ও গায়েবি মামলা প্রত্যাহারসহ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দিতে হবে বলেন তিনি।

রিজভী আরও বলেন, উচ্চ আদালতের নির্দেশনাকে অধীনস্থ আদালত ও সরকারের আজ্ঞাবহ পুলিশি হয়রানি, গ্রেপ্তার, গায়েবি মামলা, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা দাবি বাস্তবায়নে ঢাকা ছাড়া দেশব্যাপী সব মহানগরে বিএনপির উদ্যোগে ২৩ ও ২৮ মে পদযাত্রা হবে।

তিনি বলেন, ঢাকা ছাড়া বাকি ১০টি মহানগরী নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামে এই কর্মসূচি পালিত হবে। 

২০১৪ ও ২০১৮ এর মতো ভোট চুরি করে ক্ষমতায় যাওয়া এবার আর হচ্ছে না উল্লেখ করে রিজভী বলেন, তাই আবোল-তাবোল বলছেন সরকার প্রধান। কোনো কূটকৌশল আর কাজে আসছে না। বর্তমান সরকারের ক্ষমতায় টিকে থাকার দিন শেষ। তাই নতুন করে অসংলগ্ন কর্মকাণ্ড করছে। গ্রেপ্তার ও গায়েবি মামলায় মেতে উঠেছে। 

দেশী-বিদেশি অঙ্গনে সবাই জেনে গেছে ক্ষমতাসীনরা আবারও একতরফা নির্বাচনের দিকে পা বাড়াচ্ছে বলে দাবি করেন রিজভী। 

তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে খেই হারিয়েছে সরকার। তাদের কাছে এখন আর ভোটাধিকার ও নির্বাচন নিরাপদ নয়।

উল্লেখ্য, খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবিতে গত বছরের শেষ দিক থেকে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। গত রমজান মাসেও তাদের আন্দোলন অব্যাহত ছিল।

Link copied!