আসন্ন ঈদুল ফিতরে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু ১৫ এপ্রিল থেকে। সোমবার বাংলাদেশ বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া না নেওয়ার নির্দেশও দেন তিনি।
শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, কোনোভাবেই ঈদ উপলক্ষে পরিবহনের ভাড়া বাড়বে না। বিআরটির নির্ধারিত ভাড়া অনুযায়ী বাসের ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাড়তি ভাড়া নেওয়া যাবে না। ১৫ এপ্রিল দেওয়া হবে ২৬ এপ্রিলের আগাম টিকিট।
গাবতলী ও সায়েদাবাস বাস টার্মিনাল এবং কল্যাণপুর, আসাদগেট, আরামবাগ ও মৌচাকে অবস্থিত বিভিন্ন আন্তঃজেলা বাসের কাউন্টার থেকে আগাম টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রি চলবে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।