১৮ ঘণ্টা ধরে পুড়ছে নিউ মার্কেট

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৫, ২০২৩, ১১:৩৪ পিএম

১৮ ঘণ্টা ধরে পুড়ছে নিউ মার্কেট

১৮ ঘণ্টা ধরে জ্বলছে রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের আগুন। ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো মার্কেটের ভেতরে দেখা যাচ্ছে ধোঁয়া।

শনিবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন পলাশী ফায়ার স্টেশনে দায়িত্বরত কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আসলেও মার্কেটের ভেতরে এখনও কোথাও কোথাও ধোঁয়া দেখা যাচ্ছে। আগুন পুরোপুরি নেভাতে ফায়ার সার্ভিসের কয়েকটা ইউনিট কাজ করছে।

ভোর ৫টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট ও সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী কাজ করে।

নিউ সুপার মার্কেট ও গাউছিয়ার সাথে সংযোগ স্থাপনকারী ওভারব্রিজ ভাঙার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে অভিযোগ করেছেন মার্কেটের একাধিক ব্যবসায়ী। সিটি করপোরেশন ওভারব্রিজটি মধ্যরাতে ভাঙা শুরু করলে সে সময় বৈদ্যুতিক তার থেকেই আগুনের সূত্রপাত হয় বলে দাবি তাদের।

আগুন নিয়ন্ত্রণের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন পর পর সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ে বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কি-না তা তদন্ত করে দেখা প্রয়োজন। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানাচ্ছি।’

অগ্নিকাণ্ডের পর নিউমার্কেট এলাকা পরিদর্শন করে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, রাজধানীতে পর পর কয়েকটি বড় অগ্নিকাণ্ডের পেছনে কোনো নাশকতা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে রাজধানীর বড় বড় মার্কেট এবং প্রতিষ্ঠানে আগুনের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র বা নাশকতা কি-না তা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশব্যাপী গুরুত্বপূর্ণ মার্কেটগুলোতে নজরদারি বাড়াতে হবে। অগ্নিকাণ্ডের সঙ্গে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিষয়টি জড়িত আছে কি-না তাও তদন্ত করে দেখতে হবে।’

শেখ হাসিনা আরও বলেন, তারা অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটিয়ে ভিন্ন পন্থা অবলম্বন করছে কি-না তা খতিয়ে দেখতে হবে। সবাইকে আরও বেশি সচেতন থাকতে হবে। সবাইকে নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। সরকারের পক্ষ থেকে সব প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এদিকে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনায় আশপাশের বেশ কয়েকটি মার্কেট বন্ধ সকাল থেকেই বন্ধ ছিল। এসব মার্কেটের কয়েক হাজার দোকানপাটে বেচাকেনা হচ্ছে না বলে ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগে এই আগুনে তাদের অপূরণীয় ক্ষতি হলো।

অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার ভোর থেকে সায়েন্স ল্যাব মোড় থেকে নীলক্ষেত পর্যন্ত সড়কে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। বাটা সিগন্যাল থেকে নিউ মার্কেটে যাওয়ার পথও বন্ধ করে দেওয়া হয়।

নিউ মার্কেট এলাকার নূরজাহান মার্কেট, গ্লোব সুপার মার্কেট,  ধানমন্ডি হকার্স মার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনী চক, নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট ও বদরুদ্দোজা সুপার মার্কেটেরে দোকানপাট বন্ধ রাখা হয়।

Link copied!