‘ও একজন পূর্ণবয়স্ক মানুষ, এ সিদ্ধান্ত ওর ওপর নির্ভর করছে’

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২২, ০৩:৪৮ পিএম

‘ও একজন পূর্ণবয়স্ক মানুষ, এ সিদ্ধান্ত ওর ওপর নির্ভর করছে’

ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছেলে সজীব ওয়াজেদ জয়ের সক্রিয় রাজনীতিতে যোগদান প্রসঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন, ‘দেখুন, ও একজন পূর্ণবয়স্ক মানুষ। এ সিদ্ধান্ত ওর ওপর নির্ভর করছে।’

এএনআইয়ের হয়ে সাক্ষাৎকার নিয়েছেন স্মিতা প্রকাশ। আজ রবিবার এ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, ও দেশের জন্য কাজ করছে। যেমন আমাদের ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ, এত সব স্যাটেলাইট, সাবমেরিন কেব্‌ল কিংবা কম্পিউটার প্রশিক্ষণের মতো এত সব ডিজিটাল ব্যবস্থা তাঁর পরামর্শেই নেওয়া হয়েছে। আপনারা জানেন, ও আমাকে সহযোগিতা করছে, এটি করছে ও। তবে ও কখনোই দল কিংবা মন্ত্রণালয়ে কোনো পদ পাওয়ার কথা ভাবেনি।

এক সমাবেশে জয়কে দলীয় একটি পদে দায়িত্ব দেওয়ার জন্য কর্মীদের পক্ষ থেকে জোরালো দাবি উঠেছিল বলে উল্লেখ করেন শেখ হাসিনা। ওই ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমাদের দলীয় সম্মেলনে পর্যন্ত তাঁর জন্য জোরালো দাবি উঠেছিল। তখন আমি ওকে বললাম, মাইক্রোফোনের কাছে যাও এবং বল তুমি কী চাও।

ও তাই করল। বলল, আমি এ মুহূর্তে দলে কোনো অবস্থান চাই না। বরং যাঁরা এখানে কাজ করছেন, তাঁদের এ পদ পাওয়া উচিত। আমি কেন একটা পদ দখল করে রাখব? আমি আমার মায়ের সঙ্গে আছি, দেশের জন্য কাজ করছি ও তাঁকে সহযোগিতা করছি। আমি তা করে যাব। এভাবেই সে ভাবে।

Link copied!