জানুয়ারি ৮, ২০২২, ০৪:৩৮ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতার সুযোগ নিয়ে হাসপাতালে বসে খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। রাজধানীর হাজারীবাগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা-১০ আসনের সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কয়েক শ’ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেন।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বলেন, “যারা এতিমের টাকা আত্মসাৎ করে দণ্ডিত হয়েছে, তাদের চিকিৎসা করাতে হয়। প্রধানমন্ত্রী হিসেবে আপনি (খালেদা জিয়া) এতিমের টাকা লুট করেছেন। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে যেই সম্মান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন, এটা শেখ হাসিনার মহানুভবতা। আজকে আপনি ওইখানে (হাসপাতালে) বসেও, আপনি বসে নাই। আপনি আপনার সেই গোষ্ঠীকে নামিয়ে দিয়েছেন বাংলাদেশে বিরুদ্ধে।”
তিনি আরও বলেন, “বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়ন পছন্দ করছে না। বাংলাদেশে তারা বঙ্গবন্ধুর খনীদের রক্ষা করতে পারে নাই। বিচার হয়েছে। শাস্তি হয়েছে। যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারে নাই। ৯৩ দিন অবরোধ দিয়ে দেশের অর্থনীতি পঙ্গু করতে চেয়েছিল, পারে নাই। সব কিছুতে ব্যর্থ হয়ে তারা বিদেশে যাচ্ছে। আমেরিকা আজকে আমাদের নিষেধাজ্ঞা দেয়। আমাদের সেই যুদ্ধ আজকে জাতীয় পর্যায়ে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে জাতীয় পর্যায়ে নাই; আন্তর্জাতিক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আজকে যুদ্ধ করে মার্কিন প্রেসিডেন্ট। এটা আমাদের গর্বের ও অহংকারের। আজকে আমরা সেই জায়গায় গেছি।”
তিনি বলেন, “মহান মুক্তিযুদ্ধের সময় জাতির পিতা বঙ্গবন্ধুর বিরুদ্ধে এ বাংলার মানুষকে হত্যা করার জন্য সপ্তম নৌ বহর পাঠানো হয়েছিল। বাংলাদেশের জনগণ সেটা প্রতিহত করেছে। আজকে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। আমাদের যুদ্ধ এখন জাতীয় পর্যায়ে নাই। এ যুদ্ধেও আমরা অবশ্যই শেখ হাসিনার নেতৃত্বে জয়লাভ করব।”
বাংলাদেশের বিরুদ্ধে অনেক গভীর ষড়যন্ত্র চলছে উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, “এ বাংলাদেশকে শেখ হাসিনা মধ্যম আয়ের দেশে নিয়ে গেছেন। উন্নত দেশের রূপরেখা দিয়েছেন। সে কারণেই আজকে এ ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি বলেন, “জিয়াউর রহমান হ্যাঁ-না ভোট করে দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্রকে ধ্বংস করেছিল। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছিল। শায়খ আব্দুর রহমান-বাংলা ভাই সৃস্টি করে এই বাংলাদেশকে সন্ত্রাসের জনপদ তৈরি করেছিল। ২১ আগস্ট যারা হত্যাকাণ্ড চালিয়েছিল তারা এখন আমাদের গণতন্ত্রের সবক দেয়। নির্বাচনী ব্যবস্থার কথা বলে!”
বাংলাদেশের সক্ষমতার কথা তুলে ধরে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “বাংলাদেশ এখন বিদেশকে সাহায্য দেয়। গত বছরে বাংলাদেশ শ্রীলঙ্কাকে ঋণ দিয়েছে। তাদের জীবনমান উন্নয়নের জন্য। তাদের অর্থনীতি ধরে রাখার জন্য। এক সময় মঞ্জুরীর জন্য আমরা বিদেশের কাছে ধর্না দিতাম; সেই বাংলাদেশ এখন বিদেশকে মঞ্জুরী দেয়। আফ্রিকার দেশ সুদানে বাংলাদেশ মঞ্জুরী দিয়েছে। বাংলাদেশ সেই জায়গায় গেছে। দেশের মানুষের জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিসা ও শিক্ষার মতো মৌলিক চাহিদাগুলো সরকার পূরণ করেছে বলে জানান তিনি। বলেন, দেশ এখন ডিজিটাল। ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ও উন্নয়নের এ ধারা ধরে রাখতে হবে।”
ঢাকার চারপাশের নদীগুলোকে ঘিরে সরকারের মহাপরিকল্পনার কথাও জানান নৌ প্রতিমন্ত্রী। বলেন, কামরাঙ্গীরচর হবে পুরো রাজধানীবাসীর চিত্তবিনোদনের কেন্দ্র।