ছবি: সংগৃহীত
কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি চলে এসেছে। এ অবস্থায় শনিবার রাত ১০টায় বাঁধের ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি পরিমাণ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কর্তৃপক্ষ।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে সবগুলো গেটে ৬ ইঞ্চি করে পানি ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহেরের সই করা চিঠিতে বলা হয়েছে, এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে।
বলা হয়েছে, কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী কাপ্তাই হ্রদের পানির ধারণক্ষমতা ১০৯ এমএসএল। বিকেল তিনটায় লেকে পানি ছিল ১০৭ দশমিক ৬৬ ফুট এমএসএল (মিন সি লেভেল)। এ অবস্থায় বৃষ্টিপাত নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। হ্রদের পানি আরও বাড়লে স্পিলওয়ে গেট খোলার পরিমাণ বাড়িয়ে দেওয়া হবে।
চিঠিতে আরও জানানো হয়, বর্তমানে লেকে রুলকার্ভ অনুযায়ী প্রয়োজনের চেয়ে পানি বেশি আছে। ফলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে সর্বোচ্চ ২১৯ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। প্রতি ইউনিটের মাধ্যমে ৩২ হাজার সিএফএস পানি নিস্কাশিত হচ্ছে। তবে পাঁচটি ইউনিট হতে সর্বোচ্চ ২৩০-২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, “কাপ্তাই হ্রদের আশপাশের এলাকায় পানি বাড়ছে। সেজন্য আজ রাতেই জল কপাট খুলে দেওয়া হবে।”