হজের তিন প্যাকেজ ঘোষণা, খরচ কমেছে প্রায় ১৮ হাজার টাকা

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৬:৩০ পিএম

হজের তিন প্যাকেজ ঘোষণা, খরচ কমেছে প্রায় ১৮ হাজার টাকা

ছবি: সংগৃহীত

২০২৬ সালের জন্য তিনটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গতবারের তুলনায় খরচ কমেছে প্রায় ১৮ হাজার টাকা।

রোববার, ২৮ সেপ্টেম্বর সচিবালয়ে সংবাদ সম্মেলনে, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজের প্যাকেজ ঘোষণা করেন। সরকারি-বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন কার্যক্রম ১২ অক্টোম্বর পর্যন্ত চলবে।

আগামী বছর পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে মে মাসের মাঝামাঝি। এ বছরের মতো আগামী বছরও বাংলাদেশ থেকে সম্ভাব্য এক লাখ ২৭ হাজার ১৯৮ মুসল্লি হজে যেতে পারবেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, সরকারিভাবে তিনটি হজ প্যাকেজ চূড়ান্ত করা হয়েছে। প্রথম প্যাকেজ ৬ লাখ ৯০ হাজার ৫৯৭। দ্বিতীয় প্যাকেজ ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা। তৃতীয় প্যাকেজ ৪ লাখ ৬৭ হাজার। 

ধর্ম উপদেষ্টা আরও জানান, বেসরকারিভাবে সাধারণ হজ প্যাকেজের মূল্য ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া এজেন্সির মাধ্যমে যাওয়া হজযাত্রীদের চুক্তিমতো সেবা না দিলে কিংবা কোনো অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

আগামী বছর ৭০ বছরের ঊর্ধ্বে কেউ যেতে চাইলে ৫০ বছরের নিচের একজনকে নিতে হবে এবং ডাক্তারি সার্টিফিকেট লাগবে। ৮ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা দেওয়া শুরু হবে। ফ্লাইট শুরু ১৮ এপ্রিল।

Link copied!